আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৭.
পৃথিবী / পরমাত্মা /জীবনধাত্রী
) মা (
শত কোটি প্রণামের উর্দ্ধে ।
৮.
সূর্য / চন্দ্র/ গ্রহ
) আচরণ (
চিন্তা দিয়ে পেরিয়ে যাই ।
৯.
ভদ্র / বিনয়/ অনুগত
) আচরণ (
শুধু ভালোবাসা টেনে আনে ।
১০.
ধূপ/ প্রদীপ/ ফুল
) পূজা (
কি আনন্দ আকাশে বাতাসে ।
১১.
মন্ত্র/ শ্লোক/ কবিতা
) পরম্পরা (
কি করে বাসা বাঁধে ।
১২.
পরব/ পার্বন/ উৎসব
) একাঙ্গী(
মাতি মাতি এক হয়ে ।
১৩.
বোকা/ সরল/ নির্মল
) উপেক্ষিত (
গরলের কাছে সারা জীবন ।
১৪.
দিওয়ানি/ স্বপ্নপ্রেমী/ কবিতাপ্রেমী
) যন্ত্রণা (
কুরে কুরে কুরে খায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন