প্লাস্টিক জোনে দাঁড়িয়ে
অভিজিৎ দাসকর্মকার
Anthropology-র পাতা থেকে হু হু কোরে জীবাশ্ম উঠে আসছে।
উত্তেজিত testosterone-প্রবাহ___
পুরো পৃথিবীর ডেসিবল, deconstruction-এ মাতোহারা।
হওয়াতে ভয়ংকর মাসকারা লাগিয়ে দাঁড়িয়ে বিথীকার গহ্বর,
আমি
দাঁতকেলিয়ে mount dew দেখি,
কেনোনা__
খবরের কাগজের প্রিয়পাত্রটি আমিই, সেই
হরপ্পার ঐতিহাসিক বাস্তবতায় হলুদ মাখিয়ে রেখেছি নিজেকে।
শরীর শুদ্ধ
কোন কীট নেই ভাড়াঘরে, তবু
কার্পেট পাশে অদৃশ্য সরল-লাইন সমান্তরাল সংযমে রাখি।
জরা নেই, মৃত্যুও আসছে না
পা-ভর্তি liberty-চটি, আর _____
ক্লান্তির পিছনে চোখ-লাইনার মেখেছি।
প্লাস্টিক-জোন পোস্টারে ঠেঁস দিয়ে দাঁড়িয়ে আছি ক্লিওপেট্রার হাত ধোরে, ঠিক পাশেই sociology___
হে বলাৎকারি বিছানা, তোমার সোহাগি জল-আচমনে নিশিপদ্মরেণু মাখছি রোজ।
আমই পুরুষ,
আমিও অভিযোজিত জীবাশ্ম বেশ্যা হয়ে প্রতিরাতে শরীর ঈষদুষ্ণ করার insurance করে চলেছি...
*
অভিজিৎ দাসকর্মকার
Anthropology-র পাতা থেকে হু হু কোরে জীবাশ্ম উঠে আসছে।
উত্তেজিত testosterone-প্রবাহ___
পুরো পৃথিবীর ডেসিবল, deconstruction-এ মাতোহারা।
হওয়াতে ভয়ংকর মাসকারা লাগিয়ে দাঁড়িয়ে বিথীকার গহ্বর,
আমি
দাঁতকেলিয়ে mount dew দেখি,
কেনোনা__
খবরের কাগজের প্রিয়পাত্রটি আমিই, সেই
হরপ্পার ঐতিহাসিক বাস্তবতায় হলুদ মাখিয়ে রেখেছি নিজেকে।
শরীর শুদ্ধ
কোন কীট নেই ভাড়াঘরে, তবু
কার্পেট পাশে অদৃশ্য সরল-লাইন সমান্তরাল সংযমে রাখি।
জরা নেই, মৃত্যুও আসছে না
পা-ভর্তি liberty-চটি, আর _____
ক্লান্তির পিছনে চোখ-লাইনার মেখেছি।
প্লাস্টিক-জোন পোস্টারে ঠেঁস দিয়ে দাঁড়িয়ে আছি ক্লিওপেট্রার হাত ধোরে, ঠিক পাশেই sociology___
হে বলাৎকারি বিছানা, তোমার সোহাগি জল-আচমনে নিশিপদ্মরেণু মাখছি রোজ।
আমই পুরুষ,
আমিও অভিযোজিত জীবাশ্ম বেশ্যা হয়ে প্রতিরাতে শরীর ঈষদুষ্ণ করার insurance করে চলেছি...
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন