সোমবার, ২০ এপ্রিল, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার ||
১৯.

ব্যঙ্গ/ উপেক্ষা/ কটুক্তি 
     ) সহ্য  (
যে করে সে পারে ।

২০.

আঘাত/ বিপর্যয়/ দুর্বিপাক 
         ) হতাশা  (
কোথা থেকে ছুটে আসে !

২১.

সিংহাসন/  মুকুট / জয়ধ্বনি 
          ) রাজত্ব  (
মাথার ওপর তরবারি ঝোলে ।

২২.

শরীর/ মন/ পৃথ্বী 
    ) অভিন্ন  (
জানে বোঝে মানে সবাই ।

২৩.

দাম/ কেনা/ বেচা 
    ) নিত্যি  (
হাটে বাটে মাঠে ঘাটে ।

২৪.

চুরি/  ডাকাতি/ রাহাজানি 
        ) অনায্য  (
যে যত ঢাকতে চায় ।

২৫.

প্রমাণ/ সাক্ষী/ তথ্য 
   )বিচারক (
নিয়মের বাইরে পথ নেই ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...