সোমবার, ২০ এপ্রিল, ২০২০

কবিতা || পরিযায়ী বিমান || মৃৃত্যুঞ্জয় জানা

পরিযায়ী বিমান
মৃৃত্যুঞ্জয় জানা

ফিরে এসেছে নিস্তব্ধ দুপুর,কোলাহল বিকেল ফিরিয়ে দিয়েছে
গল্প শোনা,আড়ি করা ,ভাঙ্গা ,কাঁথা সেলাই আড্ডা ঢেঁকিতে ধান ভাগা -শব্দ
তালপাতার তালচাটাই
শিলা বৃষ্টির শিল কুড়ানোর শাল পাতার টুপি
মুক্ত বাতাস আর স্বচ্ছ নদীর জলের মসকরা
অসংখ্য নিরুদ্দেশ পাখির কলতান
গাছ ভর্তি টুনটুনি বাসা
সন্ধ্যায় খবরের কাগজের মশলা মুড়ির উল্লাস
ধূলো ভর্তি বইয়ের পাহাড় আনন্দে অট্টহারা


টিভির সিরিয়াল করোনার ভয়ে কুপকাত
ভিজে যাওয়া বিকেলের সন্ধ্যায় -মা কাকি দের হাত ভর্তি লুচির ধামা
পাড়া পাড়া ভেসে ক্ষীর পুলির রাত

বুড়ির চার বছর তাকিয়ে থাকা আকাশে ভেসে এসেছে আজ ব্যালকনিতে পরিযায়ী বিমান॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...