চিত্রকর
বন্দিশ ঘোষ
বোতামহীন জামার পকেটে লেগে থাকে
কবির কবিতা -
রোদ জড়ানো গায়ে এক ছবি
ফ্রেম আর ক্যানভাসে
চিত্রকরের স্বাক্ষর দিয়ে
রঙের প্যালেটের ঘুলঘুলিতে
চোখ বুলিয়ে দেখি -
নিবিড় জটিলতার কাটাকুটি খেলা শেষ
যে কথা লিখিনি কখনো,
শুধু মনে মনে কারুকাজ করি
শহরতলীর মেঘ আমায়
ইশারায় বলে দিলো সেকথা -
আমি তাই হাসিমুখে দেখি
টিকটিকি সংবাদ,
ডালে ডালে ফুটে ওঠা কৃষ্ণপ্রেম...
বন্দিশ ঘোষ
বোতামহীন জামার পকেটে লেগে থাকে
কবির কবিতা -
রোদ জড়ানো গায়ে এক ছবি
ফ্রেম আর ক্যানভাসে
চিত্রকরের স্বাক্ষর দিয়ে
রঙের প্যালেটের ঘুলঘুলিতে
চোখ বুলিয়ে দেখি -
নিবিড় জটিলতার কাটাকুটি খেলা শেষ
যে কথা লিখিনি কখনো,
শুধু মনে মনে কারুকাজ করি
শহরতলীর মেঘ আমায়
ইশারায় বলে দিলো সেকথা -
আমি তাই হাসিমুখে দেখি
টিকটিকি সংবাদ,
ডালে ডালে ফুটে ওঠা কৃষ্ণপ্রেম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন