এ কি কম পরাজয়
সন্দীপ সাহু
কোকিল-ডাক পলাশ-রঙিন প্রেম-রমণ
বিষাক্ত নাগপাশের মরণ-মিছিলে,
শ্লোগান তুলছে বিশ্বময়
লড়াই করে বাঁচতে চাই।
গাইছে সাম্য-স্বপ্নের সেই বিখ্যাত গান
হাম হোঙ্গে কামেয়াব একদিন...!
কোকিল পলাশ কিচ্ছু জানতে পারছে কি!
কুহুডাক,রমণ-রঙে বিষের কোনো সন্ধান নেই!
প্রেম এখন লংমার্চে ব্যস্ত
যেখানে জীবনের রঙ লাল।
এতদিন যে শকুন চিল বাজ রাজত্ব করেছিল
লংমার্চ না জানা থাকায় মরণের পথ ধরেছে!
ছোট্ট চরুইয়ের সঙ্গেও অসহায় ভাবে
করতে হচ্ছে সন্ধি!এ কি কম পরাজয়!!
তাই লোক দেখানি অসহায় হুংকার
লাফ্টার লাইভ শো বেশ ভাইরাল,
টুনটুনির ঘরে রাজার সেনা অভিযানের মতো!
টুনটুনিই ঘায়েল করেছিল।
এখানে অবশ্য বিষ-মরণ ভয়ে
টুনটুনির কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ
খড়কুটোকে আঁকড়ে ধরা!
অথচ এরকমটা হওয়ার কথা ছিল না
এটা তো প্রকৃত নশ্বরের গল্প নয়।
শকুন ইগল বাজকে বিশ্বাস করা যায় কি!
চড়ুই টুনটুনি শালিখের সে অভিজ্ঞতা অবশ্য আছে।
সন্দীপ সাহু
কোকিল-ডাক পলাশ-রঙিন প্রেম-রমণ
বিষাক্ত নাগপাশের মরণ-মিছিলে,
শ্লোগান তুলছে বিশ্বময়
লড়াই করে বাঁচতে চাই।
গাইছে সাম্য-স্বপ্নের সেই বিখ্যাত গান
হাম হোঙ্গে কামেয়াব একদিন...!
কোকিল পলাশ কিচ্ছু জানতে পারছে কি!
কুহুডাক,রমণ-রঙে বিষের কোনো সন্ধান নেই!
প্রেম এখন লংমার্চে ব্যস্ত
যেখানে জীবনের রঙ লাল।
এতদিন যে শকুন চিল বাজ রাজত্ব করেছিল
লংমার্চ না জানা থাকায় মরণের পথ ধরেছে!
ছোট্ট চরুইয়ের সঙ্গেও অসহায় ভাবে
করতে হচ্ছে সন্ধি!এ কি কম পরাজয়!!
তাই লোক দেখানি অসহায় হুংকার
লাফ্টার লাইভ শো বেশ ভাইরাল,
টুনটুনির ঘরে রাজার সেনা অভিযানের মতো!
টুনটুনিই ঘায়েল করেছিল।
এখানে অবশ্য বিষ-মরণ ভয়ে
টুনটুনির কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ
খড়কুটোকে আঁকড়ে ধরা!
অথচ এরকমটা হওয়ার কথা ছিল না
এটা তো প্রকৃত নশ্বরের গল্প নয়।
শকুন ইগল বাজকে বিশ্বাস করা যায় কি!
চড়ুই টুনটুনি শালিখের সে অভিজ্ঞতা অবশ্য আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন