আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৬১.
আতিশয্য/ দেখনদারি / বৈভব
) রাজসিক (
স্থির থাকতে দেয় না ।
৬২.
প্রণাম/ শ্রদ্ধা/ আকুতি
) সম্মান (
যে পায় সে পায় ।
৬৩.
অসহনীয়/ যন্ত্রণা/ জ্বালা
) শাস্তি (
অনুভব কত বড় বেদনার ।
৬৪.
পর্দা/ আবরণ/রক্ষণশীল
) বন্দি (
দীর্ঘশ্বাস এমনি ছুটে আসে ।
৬৫.
প্রশ্ন/ ইঙ্গিত/ তীর্যক
)ক্রোধ (
গড়িয়ে পড়ে গড়িয়ে পড়ে ।
৬৬.
তর্ক/ যুক্তি / বিচার
) পাণ্ডিত্য (
পা মাটিতে মাথা আকাশে ।
৬৭.
ধর্ম/ বিজ্ঞান/ বাস্তবতা
) সত্য (
কখনো এগিয়ে কখনো পিছিয়ে ।
৬৮.
বিনিময়/ উপলক্ষ/ জীবন
)সারাক্ষণ (
এভাবে স্বাভাবিক থেকে যায় ।
৬৯.
হুংকার/ অট্টহাসি/ হাহাকার
)আতঙ্ক (
জন্ম থেকে মৃত্যু অবধি ।
৭০.
সুস্বাদ/ সুগন্ধ/সুবাতাস
)অবিরত (
যদি থাকতো দেহে মনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন