মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

কবিতা || মৃত্যুঞ্জয় || সঙ্গীতা মাইতি


মৃত্যুঞ্জয়
   সঙ্গীতা মাইতি

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে
একটা করে থাপ্পর মুখস্থ করে নিও
সব থাপ্পরগুলো মুখস্থ করার পর 
তোমার নিজেকে আকাশ বলে মনে হবে,
মনে হবে বুকের ওপর শুয়ে আছে কোনো আদিম পশুর আর্তনাদ

ঘুম ভাঙলে রাষ্ট্র তোমার চুলের মুঠি ধরতে আসবে,
সমাজ তোমার শাড়ির খুঁটে বেঁধে দেবে একটা আধলা ইঁট
তুমি ভয় পেয়ে নিজেকে মাটিতে ছড়িয়ে দিও না
সদ্য ঘুমভাঙা শিশুর মতো গম্ভীর থেকো

মৃত্যুকে চৌকাঠে দাঁড়িয়ে তুমি কাঁদতে দেখেছ অনেকবার
পাথরকে কখনো দেখেছো কি কাঁদতে?

পাথরবুকে শুধু আগুন জমা থাকে
আর একটা পাথরবুক পেলে 
একদিন সব থাপ্পরগুলো চকমকি হয়ে জ্বলে উঠবে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...