বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা । নিজস্ব সংবাদ । বাংলা । ০২-০১-২০১৯

পত্রপত্রিকার সংবাদ 
প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা  । নিজস্ব সংবাদ ।  বাংলা । ০২-০১-২০১৯ 

সম্প্রতি প্রকাশিত হল আবহমানের নতুন অনলাইন সংখ্যা। এই বিশেষ সংখ্যাটি শুধুমাত্র কবিতা সংখ্যা।
বিশেষ সংখ্যার লিংক- https://abahamanspecialissue.blogspot.com/
কবিতায় আছেন- অলোকরঞ্জন দাশগুপ্ত পার্থপ্রতিম কাঞ্জিলাল গৌতম চৌধুরী দীপক রায় একরাম আলি চৈতালী চট্টোপাধ্যায় বুবুন চট্টোপাধ্যায় চন্দন ঘোষ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিপুল চক্রবর্তী মণিশংকর বিশ্বাস অভীক ভট্টাচার্য শুভেন্দু চট্টোপাধ্যায় শুভ্র বন্দ্যোপাধ্যায় হিন্দোল ভট্টাচার্য ওবায়েদ আকাশ সমরেশ মণ্ডল প্রসূন মজুমদার পূর্বা মুখোপাধ্যায় অরিজিৎ চক্রবর্তী দীপঙ্কর মুখোপাধ্যায় মৃন্ময় চক্রবর্তী অমিত সরকার অরণ্যা সরকার সুবীর সরকার প্রদীপ কর কুন্তল মুখোপাধ্যায় পার্থজিৎ চন্দ রিমি মৎসুদ্দি দুর্জয় আশরাফুল ইসলাম রাজদীপ রায় প্রসূন প্রামাণিক অরুণাভ রাহারায় জ্যোতির্ময় মুখার্জি বেবী সাউ বৈশাখী রায় চৌধুরী গৌরব চক্রবর্তী বিধান সাহা দীপ্তিপ্রকাশ দে অভিজিৎ বেরা কস্তুরী সেন স্রোতস্বিনী চট্টোপাধ্যায় ওয়াসিম মাকীম জাভেদ সরোজ দরবার তন্ময় ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী পম্পা দেব রাজর্ষি দে ঈশানী বসাক রবীন বসু তন্ময় চট্টোপাধ্যায় রুমা তপাদার শ্রীজাতা গুপ্ত নীপবীথি ভৌমিক
সম্পূর্ণ কাব্যপুস্তিকা- গৌরাঙ্গ শ্রীবাল-এর 'বুনো কচুর ঢাউস পাতা '


  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...