ফিলিং পোয়েম :: হে সূর্য, জেগেছো ছবিতে
............................
সৌমিত্র রায়
............................
সৌমিত্র রায়
ফিলিং ওয়ান্ডারফুল @ কাঁসাই
০২-০১-২০১৯ | বুধবার | সকাল
০২-০১-২০১৯ | বুধবার | সকাল
কুয়াশা আছে তাই ৷ ফটো ক্লিকে তুমি ৷ হে সূর্য, জেগেছো ছবিতে ৷ আলো ৷ নির্বিকার ৷ নিরন্তর ৷৷ অস্থায়ী কুয়াশায় ৷ জেলের ভেজা হাঁটুর কাঁপন ৷ দিনযাপনগুলো ৷ জড়িয়ে আছে বেশ ৷৷ বিকারগ্রস্ত কেউ কেউ ৷ তথাপি বোঝেনি মিশন নির্মল বাংলার গুরুত্ব ৷ নদীতেই প্রভাতী শৌচ ৷ পকেটের মোবাইলে গান ৷ অলক্ষ্যে ছিছিকার করে ৷৷ তুমি কি দেখেছো ! কার ডানায় প্রাণ পাচ্ছে সকালের ভবিষ্যৎ ! ওর শিকারী চোখ ৷ ভালো থাকা বোঝে ৷ নদী আর বাতাসের ৷৷
৷৷ ৷৷
সদ্যস্নাত পুত্রের ওঁকার ধ্বনিতে ৷ প্রাণ পাচ্ছে একুরিয়ামের জল ৷ সাড়ে ছয় সকালে ৷ তারপর তার আঙুল ৷ উষ্ণতা খুঁজছে হারমোনিয়ামে ৷ শীতে সুর উষ্ণতা দেয় ৷ উত্তপ্ত দিনগুলিতে শীতলতা ! আহা সুর ! জীবন ভরাও !
৷৷ ৷৷
উড়োজাহাজ সশব্দে গন্তব্যের দিকে ৷ উড়ছে ৷ কাঁসাইয়ের ব্রীজে ৮টা১৫-র ট্রেন ৷ চাকার আওয়াজে প্রাণময় ৷ আমার প্রাণায়ামে ৷ তারাও হঠাৎ কিছু বলে গেল যেন ৷ কী বলেছে ?
৷৷ ৷৷
পাখিরা যা বলিবলি করে ৷ অন্নের সংস্থানে বাড়ি ফেরো স্বামী ৷ সংসার আছে ৷
৷৷ ৷৷
সদ্যস্নাত পুত্রের ওঁকার ধ্বনিতে ৷ প্রাণ পাচ্ছে একুরিয়ামের জল ৷ সাড়ে ছয় সকালে ৷ তারপর তার আঙুল ৷ উষ্ণতা খুঁজছে হারমোনিয়ামে ৷ শীতে সুর উষ্ণতা দেয় ৷ উত্তপ্ত দিনগুলিতে শীতলতা ! আহা সুর ! জীবন ভরাও !
৷৷ ৷৷
উড়োজাহাজ সশব্দে গন্তব্যের দিকে ৷ উড়ছে ৷ কাঁসাইয়ের ব্রীজে ৮টা১৫-র ট্রেন ৷ চাকার আওয়াজে প্রাণময় ৷ আমার প্রাণায়ামে ৷ তারাও হঠাৎ কিছু বলে গেল যেন ৷ কী বলেছে ?
৷৷ ৷৷
পাখিরা যা বলিবলি করে ৷ অন্নের সংস্থানে বাড়ি ফেরো স্বামী ৷ সংসার আছে ৷
৷৷ আনন্দ ৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন