উইশ পোয়েম :: হ্যাপি নিউ ইয়ার
সৌমিত্র রায়
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
০১-০১-২০১৯ ; কাঁসাই চর ; মেদিনীপুর ; বিকেল ৫টা ১৭
০১-০১-২০১৯ ; কাঁসাই চর ; মেদিনীপুর ; বিকেল ৫টা ১৭
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
নদী ; উচ্ছ্বাসহীন ; দাপট হারানো ঢেউ ; চরে ; ডিজের চিৎকারগানে ;
তবুও রাজা সেজেছে~ নদী ; মুকুট = থার্মোকল ; মূর্তিপূজার বর্জ্য ; প্লাস্টিক ;
।
মুকুট ; কাঁটার মুকুট ; যীশুর ; জনস্রোত ; উচ্ছ্বসিত ;
ডিসেম্বর ২৫ ; ফার্স্ট জানুয়ারি ; মত্ত-নৃত্যরত-স্রোতে ; হে শঙ্কর, নাচো ;
।
সারারাত বাজি ; কার বুক ফাটে ; নদীও তো সারারাত, নির্জনে, সারা বুক আলোয় ভরেছে ; হে আনন্দ, দ্রুত টপকে যাওয়া ক্যালেন্ডারের ঘর ; তোমাকে উইশ করেছে~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
।
আমি হ্যাপি । হ্যাপিনেস আমার স্বধর্ম । কিন্তু আমার প্রাকৃতিক ভবিষ্যৎ ? প্রস্পারাস ?
।
এই তো মিশেছিলাম স্রোতে ; হঠাৎ একা হয়ে যাচ্ছি ; একা ; গাছটির গোড়ায় উনান খুঁড়ে ,কারা যেন নিজেদের অণ্ডকোষ-যোনিতে দিনভর আগুন দিয়েছে ; একাকী নই, একাকী নই, একসাথে মানব-ক্লোনের ইশারায় চোখ রাখি ; নইলে প্রজন্ম নেই ; নইলে প্রজন্ম নেই ; হে আনন্দ, হে নির্মল আনন্দ , ...
।
এখন তো প্রতিদিনই নতুন বছর ; উৎসব প্রতিদিনই ; সংবাদপত্র উৎসবমুখর~
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
কেন তবে নদী উচ্ছ্বাসহীন ;
।
জনস্রোত ; অভিমুখ ঘোরাও ; নদী উচ্ছ্বসিত হোক ; হাওয়ার তরঙ্গ প্রাণ থেকে বলে উঠুক~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
নদী ; উচ্ছ্বাসহীন ; দাপট হারানো ঢেউ ; চরে ; ডিজের চিৎকারগানে ;
তবুও রাজা সেজেছে~ নদী ; মুকুট = থার্মোকল ; মূর্তিপূজার বর্জ্য ; প্লাস্টিক ;
।
মুকুট ; কাঁটার মুকুট ; যীশুর ; জনস্রোত ; উচ্ছ্বসিত ;
ডিসেম্বর ২৫ ; ফার্স্ট জানুয়ারি ; মত্ত-নৃত্যরত-স্রোতে ; হে শঙ্কর, নাচো ;
।
সারারাত বাজি ; কার বুক ফাটে ; নদীও তো সারারাত, নির্জনে, সারা বুক আলোয় ভরেছে ; হে আনন্দ, দ্রুত টপকে যাওয়া ক্যালেন্ডারের ঘর ; তোমাকে উইশ করেছে~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
।
আমি হ্যাপি । হ্যাপিনেস আমার স্বধর্ম । কিন্তু আমার প্রাকৃতিক ভবিষ্যৎ ? প্রস্পারাস ?
।
এই তো মিশেছিলাম স্রোতে ; হঠাৎ একা হয়ে যাচ্ছি ; একা ; গাছটির গোড়ায় উনান খুঁড়ে ,কারা যেন নিজেদের অণ্ডকোষ-যোনিতে দিনভর আগুন দিয়েছে ; একাকী নই, একাকী নই, একসাথে মানব-ক্লোনের ইশারায় চোখ রাখি ; নইলে প্রজন্ম নেই ; নইলে প্রজন্ম নেই ; হে আনন্দ, হে নির্মল আনন্দ , ...
।
এখন তো প্রতিদিনই নতুন বছর ; উৎসব প্রতিদিনই ; সংবাদপত্র উৎসবমুখর~
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
কেন তবে নদী উচ্ছ্বাসহীন ;
।
জনস্রোত ; অভিমুখ ঘোরাও ; নদী উচ্ছ্বসিত হোক ; হাওয়ার তরঙ্গ প্রাণ থেকে বলে উঠুক~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
।। শান্তি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন