কলকাতা ; ২৯-১২-২০১৮ || কলকাতায় কফিহাউসের বই-চিত্র সভাঘরে এক সুন্দর সাহিত্যে সন্ধ্যার বাতাবরণ তৈরি হয়ে ছিল চুনী কোটাল স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ৷ সাথে ছিল প্রবহমান সাহিত্য উৎসব ৷ চুনী কোটাল ছিলেন লোধ উপজাতির এক সংগ্রামী নাম ৷ এই সম্প্রদায়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন তিনি ৷ এই উৎসবের আয়োজক প্রবহমান সম্পাদক মৃণাল কোটাল হলেন তাঁর ভাইপো ৷ সকলের বক্তব্যে বার বার উঠে এসেছে প্রয়াত চুনী কোটালের জীবনকাহিনির কথা ৷ উঠে এসেছে এইসব উপজাতি সম্প্রদায়ের পিছিয়ে থাকার নানান দিক অন্বেষণের সূত্র ৷ মৃণাল তাঁর বক্তব্যে বলেন, " চুনী কোটাল এক সামাজিক অবক্ষয়। এই লড়াই সকলের নারী ও শিক্ষার পাশপাশি সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ রবীন্দ্র গবেষক ও জাতীয় শিক্ষক ডঃবিবেকানন্দ চক্রবর্তী ৷ নলিনী বেরা বিনোদ ঘোষাল ঋজুরেখ চক্রবর্তী রেহান কৌশিক অর্ণব সাহা অজিতেশ নাগ প্রমুখ ৷ সংগীত পরিবেশন করেন রিদ্ধি লাহিড়ী ও অপূর্ব সামন্ত ৷ আবৃত্তি বৃষ্টি মুখোপাধ্যায় ও পূবালী ধর ৷ কবিতা পাঠের মধ্যে দিয়ে অনবদ্য সেজে উঠেছিল এই স্মৃতি সম্মান অনুষ্ঠান ও প্রবহমান সাহিত্য উৎসব - ২০১৮ ৷ প্রদান করা হয় সাহিত্য সম্মান ৷ সেগুলি এইরূপ~
মনোরঞ্জন ব্যাপারী"
চুনী কোটাল স্মৃতি সম্মান২০১৮
রোশেনারা খান চুনী"
কোটাল স্মৃতি সম্মান ২০১৮
রাখি নাথ কর্মকার "
চুনী কোটাল স্মৃতি সম্মান
বেবী সাউ" ( উনি কাজ থাকার জন্য আসতে পারেন নি।।
উনার জন্য শুভেচ্ছা।)
চুনী কোটাল স্মৃতি সম্মান২০১৮
----------%--------%-----------%------
চুনী কোটাল সমাজকৃতি সম্মান২০১৮
প্রাপক- সুব্রত মহাপাত্র
চুনী কোটাল সবুজপত্র সম্মান- ২০১৮
প্রাপক - শব্দ সাঁকো
কথায় কথায় সামাজিক বঞ্চনা নানা সমস্যার দিক তুলে ধরে নানা ভাবে সকলে।।
আগামী দিনে এই প্রচেষ্টা আরো বড় করে চুনী কোটাল কে সকলের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে,নারী শিক্ষাকে আরো দ্রুততম ভাবে সামজে ছড়িয়ে দেওয়ার তাগিদ চুনী কোটাল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন