কবিতা
ওয়েব ব্যাথা
-- গোপেশ রায়।
ওয়েব ব্যাথা
-- গোপেশ রায়।
এখানে যখন গোধূলির আলো
ওখানে তখন রাত্রি শেষ
তবু মনে হয় পাশের বাড়ির
উঠানে রায়েছে এক অনুরাগ দেশ ।
ওখানে তখন রাত্রি শেষ
তবু মনে হয় পাশের বাড়ির
উঠানে রায়েছে এক অনুরাগ দেশ ।
টাচে থাকাথাকি আছে কিছু বাকি
টাচ পাওয়া থেকে দূরে
রঙ ছড়ানোর মন টলে যায়
আকাশ নীলের ঘরে ।
টাচ পাওয়া থেকে দূরে
রঙ ছড়ানোর মন টলে যায়
আকাশ নীলের ঘরে ।
এস সখা তুমি দিবস নিশিথে
সকাল কিংবা সাঁজে,
পরিপাটি করে চুল এলো করে
ওয়েব নেটের মাঝে ।
সকাল কিংবা সাঁজে,
পরিপাটি করে চুল এলো করে
ওয়েব নেটের মাঝে ।
ছড়িয়ে কুসুম মুক্তো হাসির
পাঠাই গোপন কথা
চোখ ছলছল মন উচাটন
ভরে নিই কিছু ব্যাথা ।
পাঠাই গোপন কথা
চোখ ছলছল মন উচাটন
ভরে নিই কিছু ব্যাথা ।
কাছে নাই তবু কাছে আছ তুমি
আপনজনের মতো --
ভাবি সুখে আছ খুশির তুফানে
সহি ব্যাথা আমি যতো ।
আপনজনের মতো --
ভাবি সুখে আছ খুশির তুফানে
সহি ব্যাথা আমি যতো ।
ইথারে সহসা খবর দিয়েছো
আসিবে আগামী মাসে
হৃদয় আমার নাচিছে সহসা
আকুল সকাল সাঁজে ।
আসিবে আগামী মাসে
হৃদয় আমার নাচিছে সহসা
আকুল সকাল সাঁজে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন