সুবোধ প্যাসেঞ্জার আর এঁচড়ে পাকা কবি
.......................... ........................
সৌমিত্র রায়
(সতর্কীকরণ:~
শিশু এবং বয়স্করা এই ছড়াটি পড়বেন না;
খামোখা যদি পড়েও ফেলেন,
আশুত গাছে চড়বেন না ৷)
পৌঁছে গেছি
সাঁতরাগাছি
সময় এগারো তেরো ৷
কবি এবার
আরামখানায়
জিরিয়ে নিতে পারো !!
কী উদ্ভট সময় রে ভাই,
ভেতর ভেতর কোঁকাই !
ট্রেন ও বাসে
এ ওর পাশে
বগল তোলে, শুঁকায় ?
হা হা হা হা....
বিজ্ঞাপনের সুগন্ধীটা
মনে পড়ছে না ?
কারো আবার এমনি রকম ঘুম,
সিট মিলতেই
ওমনি বসে
শুরু ঢুলার ধুম !
টপাস করে পড়লো খসে লালা,
দু-চোখ বোজা, হাঁ-মুখ যেন একেক খানি জালা...
হা হা হা হা...
ছেলেবেলার লালাপোষটি
গলায় বাঁধো না !
সুযোগ পেলেই ঝগড়া করে এ ও,
কথার গুঁতোই একে অন্যে লুটিয়ে দেবে দেহ
হা হা হা হা...
ঝগড়াগুলোর ধরন ধারণ
মাত্রা মানে না
আমার মতো মুখপোড়ারা মুচকি মুচকি হাসি,
যেখানে যাই, যাতায়াতে হাসিই ভালোবাসি ৷
বলবে হয়তো, তুমিও তো ভাই
হাসতে হাসতে ঘামো;
দুনিয়াজুড়েই আছে নাকি
ঘামাঘামির ব্যামো !
কাস্তে খানাও ঘামে,
আমার গাড়ি
ইচ্ছে হলেই
সেথায় গিয়ে থামে ৷
ক্ষেতের পাশে বসি,
অনন্ত এই যাত্রাপথে ঘামের হিসেব কষি ৷
যখন আমি কলকাতাতে আসি,
হাসির খোঁজেই ব্যস্ত হাজার
সবাই তবু ভীষণ ব্যাজার
কেউ কি দেখে, আমি-ই কেমন
না-কারণেই হাসি ৷
নিজেই নিজের পিঠ চাপড়াই,
সুযোগমতো যুক্তি সাজাই,
নিজে নিজেই উৎসাহ দিই~
চলুক হাসাহাসি !
কী উদ্ভট কবি রে ভাই,
হাসতে হাসতে কোঁকাই,
না আছে ভূত, না ভাবীকাল....
থেকে গেলাম বোকাই ?
৷৷ আনন্দ ৷৷
০৪-০৮-২০১৮, সাঁতরাগাছি
..........................
সৌমিত্র রায়
(সতর্কীকরণ:~
শিশু এবং বয়স্করা এই ছড়াটি পড়বেন না;
খামোখা যদি পড়েও ফেলেন,
আশুত গাছে চড়বেন না ৷)
পৌঁছে গেছি
সাঁতরাগাছি
সময় এগারো তেরো ৷
কবি এবার
আরামখানায়
জিরিয়ে নিতে পারো !!
কী উদ্ভট সময় রে ভাই,
ভেতর ভেতর কোঁকাই !
ট্রেন ও বাসে
এ ওর পাশে
বগল তোলে, শুঁকায় ?
হা হা হা হা....
বিজ্ঞাপনের সুগন্ধীটা
মনে পড়ছে না ?
কারো আবার এমনি রকম ঘুম,
সিট মিলতেই
ওমনি বসে
শুরু ঢুলার ধুম !
টপাস করে পড়লো খসে লালা,
দু-চোখ বোজা, হাঁ-মুখ যেন একেক খানি জালা...
হা হা হা হা...
ছেলেবেলার লালাপোষটি
গলায় বাঁধো না !
সুযোগ পেলেই ঝগড়া করে এ ও,
কথার গুঁতোই একে অন্যে লুটিয়ে দেবে দেহ
হা হা হা হা...
ঝগড়াগুলোর ধরন ধারণ
মাত্রা মানে না
আমার মতো মুখপোড়ারা মুচকি মুচকি হাসি,
যেখানে যাই, যাতায়াতে হাসিই ভালোবাসি ৷
বলবে হয়তো, তুমিও তো ভাই
হাসতে হাসতে ঘামো;
দুনিয়াজুড়েই আছে নাকি
ঘামাঘামির ব্যামো !
কাস্তে খানাও ঘামে,
আমার গাড়ি
ইচ্ছে হলেই
সেথায় গিয়ে থামে ৷
ক্ষেতের পাশে বসি,
অনন্ত এই যাত্রাপথে ঘামের হিসেব কষি ৷
যখন আমি কলকাতাতে আসি,
হাসির খোঁজেই ব্যস্ত হাজার
সবাই তবু ভীষণ ব্যাজার
কেউ কি দেখে, আমি-ই কেমন
না-কারণেই হাসি ৷
নিজেই নিজের পিঠ চাপড়াই,
সুযোগমতো যুক্তি সাজাই,
নিজে নিজেই উৎসাহ দিই~
চলুক হাসাহাসি !
কী উদ্ভট কবি রে ভাই,
হাসতে হাসতে কোঁকাই,
না আছে ভূত, না ভাবীকাল....
থেকে গেলাম বোকাই ?
৷৷ আনন্দ ৷৷
০৪-০৮-২০১৮, সাঁতরাগাছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন