রানা চট্টোপাধ্যায়
অতুল প্রসাদ
তুমি যাকে বিশ্বাস করো ভালোবাসো
সে করে অসম্মান অপমান
মাঝে মাঝে খাবার খোটাও দেয়
সৎমা নয়, মামা মামী
নয় খুব কাছের
সম্পর্কটা শোনানো যায় না,
তখন অতুল প্রসাদ সেনের মতো
গান লিখে অমর হতে চেয়েছি।
যতটুকু বিশ্বাস অবশিষ্ট রেখেছি
তা’ উজার করে দিয়ে চাই ইস্ট
দেবতার পায়
তিনি নিশ্চয় কোন দিন
সব দুঃখ সাগর
পার
করে দেবেন
মৃত্যু খাটায়
তখন বিদ্যুৎ চমকাবে
বাজল পড়বে
কেবল শুল্ক চোখের
ভেতর
বৃষ্টির
দু এক ফোঁটা অশ্রু
তোমার নিথর শরীরে
নাও পড়তে পারে।
অতুল প্রসাদের মতো আমিও একাকী
ঘুমহীন সারা রাত বাইরের ঝিঁঝির ডাক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন