বিকেল ; প্রেমরঙা
............................
সৌমিত্র রায়
feeling ~ প্রেম প্রেম @ জামবাগান
মনভ্রমণে থাকি ৷
বেশ বুঝি ৷ আসল আড়াল } আয়ূমতী চোখ
১২-০৯-২০১৮ ; ৪টা২০ ; বিকেল ; প্রেমরঙা
প্রিয় পিতা ; লুকিয়ে-চুরিয়ে তোমার সাক্ষাৎ~
হাজার চেপে রাখি ;
তবুও রাষ্ট্র হয় ; পিতা-পুত্রের সাক্ষাৎ~
প্রেম ৷ পরম্পরা ৷ প্রকৃতিলোকে
মুহূর্তরা @ নিস্পৃহ , ডানার পালক
উড়ান বিস্ময় ; পালকে পালকে ~ ঢাকা
হে পাখী, কতটা বুঝেছো, চুপি চুপি সাক্ষাৎ-এর মজা
জাগে ৷ ইশারা ৷ হাতের মুদ্রায়
৩-লোক ৷ চোখের আড়াল ৷
হায় প্রেম, প্রকাশে অসঙ্গতি :~ অনন্তকাল
............................
সৌমিত্র রায়
feeling ~ প্রেম প্রেম @ জামবাগান
মনভ্রমণে থাকি ৷
বেশ বুঝি ৷ আসল আড়াল } আয়ূমতী চোখ
১২-০৯-২০১৮ ; ৪টা২০ ; বিকেল ; প্রেমরঙা
প্রিয় পিতা ; লুকিয়ে-চুরিয়ে তোমার সাক্ষাৎ~
হাজার চেপে রাখি ;
তবুও রাষ্ট্র হয় ; পিতা-পুত্রের সাক্ষাৎ~
প্রেম ৷ পরম্পরা ৷ প্রকৃতিলোকে
মুহূর্তরা @ নিস্পৃহ , ডানার পালক
উড়ান বিস্ময় ; পালকে পালকে ~ ঢাকা
হে পাখী, কতটা বুঝেছো, চুপি চুপি সাক্ষাৎ-এর মজা
জাগে ৷ ইশারা ৷ হাতের মুদ্রায়
৩-লোক ৷ চোখের আড়াল ৷
হায় প্রেম, প্রকাশে অসঙ্গতি :~ অনন্তকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন