রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

চ্যাট মোড :: ব্যাজার; বাজারে
.............................................
সৌমিত্র রায়

কেওড়াপুকুর ৷ ১৬-০৯-২০১৮ ৷ সকাল ৭টা ৩৯ 
তাকিয়ে আছে ৷ কলা ৷ ঝাঁকে ঝাঁকে ৷ 
চাউনি @ তোমাতে নয় ৷ @ উদরে ৷ তোমার ৷ )( আসলে, 
দেখা যায় ~ 
চোখ, চোখের নাগাল ; চাউনি~ অদৃশ্য
দাঁড়িপাল্লা ; ডিজিটাল ; সংখ্যাতত্ত্ব মানে ~ 
বাজারের চাউনিও ;
 দৃষ্টি ৷ নোটবন্দী ৷ ভোটবন্দী ৷ সভ্যতা ৷ 
বাসের জানালা ৷ 
সরকারি বেল ৷ গন্তব্য ~ হাওড়া
উচ্ছে ৷ আলু ৷ পটল ৷ বেগুন ৷ ঢেঁড়ষ ৷ স্নানে রাঙানো ৷
চোখ বুজি
ভাবি
রান্নাঘর ৷ রান্নাঘর ৷ রান্নাঘর << 
দেখি } দৃশ্য ৷ দৃশ্যান্তরে~₹ 
ঘাম ৷ মানিয়ে নেওয়া বিরক্তি ৷ যাপনে ৷ দিনযাপনে ৷ আনন্দ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...