একটি অসম্ভব প্রেমের গল্প
বেবী সাউ
হাঁটছি, আমি আর সুদীপ ।
দু’ধারে খসে পড়া কানাঘুষো, মধ্যবিত্ত
ফাইল আর গলা সাধা গানের মাস্টার
গড়িয়ে গড়িয়ে অনাথ আশ্রম বরাবর
নামছে ।
ভাবী বৃষ্টি কাল জুড়ে মাইগ্রেন ।
ডুবে আছে হরপ্পা মেহেঞ্জোদাডো ,
খাজুরাহোর কিয়ৎ দশ । আমাদের পোশাক
ভিজছে । আঁশটে গন্ধ ভিজছে ।
স্পষ্ট হাতের ওপর নখের ছাপ , ফুলের ছাপ ।
সুদীপ এগিয়ে যাচ্ছে , আমি মাটির
কাছাকাছি ।
বলছে , স্পিড কই ?
আমি খুঁজছি আলো ।
এভাবে , এভাবেই হাঁটতে হাঁটতে এই লৌহ
নগরীর রাজপথ জুড়ে সে এক আশ্চর্য জনক
রামধনুকী ব্যাপার !
বেবী সাউ
হাঁটছি, আমি আর সুদীপ ।
দু’ধারে খসে পড়া কানাঘুষো, মধ্যবিত্ত
ফাইল আর গলা সাধা গানের মাস্টার
গড়িয়ে গড়িয়ে অনাথ আশ্রম বরাবর
নামছে ।
ভাবী বৃষ্টি কাল জুড়ে মাইগ্রেন ।
ডুবে আছে হরপ্পা মেহেঞ্জোদাডো ,
খাজুরাহোর কিয়ৎ দশ । আমাদের পোশাক
ভিজছে । আঁশটে গন্ধ ভিজছে ।
স্পষ্ট হাতের ওপর নখের ছাপ , ফুলের ছাপ ।
সুদীপ এগিয়ে যাচ্ছে , আমি মাটির
কাছাকাছি ।
বলছে , স্পিড কই ?
আমি খুঁজছি আলো ।
এভাবে , এভাবেই হাঁটতে হাঁটতে এই লৌহ
নগরীর রাজপথ জুড়ে সে এক আশ্চর্য জনক
রামধনুকী ব্যাপার !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন