মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

যোগ, কাব্যযোগ ৷ সৌমিত্র রায় ৷ বাংলা ৷ ১১-০৯-২০১৮

বন্ধুরা ৷৷ আসুন যোগ বিষয়ে আমার ধারণা সুস্পষ্ট করি
সৌমিত্র রায়

আমরা প্রত্যেকেই এই সমগ্র সৃষ্টির সাথে সৃষ্টির সূচনালগ্ন থেকেই একত্রে সংযুক্ত ৷ মানবজাতি-জীবজগৎ-উদ্ভিদ-জড়জগৎ সর্বব্যপি বিস্তারে এই ইউনিভার্সাল নেটওয়ার্কে সংযুক্ত আমরা ৷ এই একে অপরে মহাসংযোগ প্রাকৃতিক ৷ সর্বময় ব্যপ্ত এই স্ব-অস্তিত্ব বোঝার জন্য অন্তর্চেতনা অর্থাৎ মনের সাথে চেতনার সংযুক্তি ঘটাতে হবে ৷

যুক্ত আছি কিন্তু অনুভব করি না ৷ কারণ  আমি জানার চেষ্টা করিনি কীভাবে এই চরাচর নিরন্তর সচল ! পরিস্থিতিকেই চিন্তার উৎস ভেবে বসি ৷ আসলে চিন্তার উৎস কোথায় খোঁজার চেষ্টা করলে কিংবা তার খোঁজ পেলেই স্ব-অস্তিত্ব বুঝতে পারা যাবে ৷

একাগ্র চিন্তন যার মাধ্যম ৷ এই একাগ্র চিন্তনের মাধ্যমেই অন্তর্চেতনা অর্থাৎ মনের জগৎকে আবিস্কার করার সাথে "যোগ" ঘটে ৷ স্বশক্তিতে স্ব-অস্তিত্ব তথা সৃষ্টিরহস্যকে জানার চেষ্টাই হল যোগ ৷

এই যে ব্রহ্মাণ্ডময় নিরন্তর ব্যস্ততা /সচলতা ৷ এর "আমি"ও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ "পয়েন্ট" ৷ নিরন্তর অভ্যাসে আমরা যোগমাধ্যমে এই পয়েন্টকে দর্শন করি ৷ একাত্ম হই ৷ চিন্তার উৎস এই পয়েন্টে বা নিজের সাথে সংযোগ এরপর অভ্যাসে এরকম অন্যান্যদের চিন্তার উৎস অর্থাৎ অজস্র শক্তিশালী "পয়েন্ট" বা আত্মার অস্তিত্ব দর্শন ৷ আবার সমগ্র সৃষ্টির একটি মাত্র কেন্দ্রবিন্দু আছে ৷ সেই কেন্দ্রবিন্দুকে কেউ বলেন পরমাত্মা বা আল্লাহ বা গড বা শিব বা মারাংবুরু ৷ এই বিন্দু যারা দর্শন করে কিংবা দর্শনে বিশ্বাস করে , নিজের এই সর্বময় অস্তিত্ব অনুভব করে তারাই আস্তিক ৷ নাস্তিক হলেন তারা জানার চেষ্টা করেন না ৷

এই নেটওয়ার্ক জানার ইচ্ছার মাধ্যমে মনজগতের সাথে সংযোগের যে প্রক্রিয়া ৷ তাই যোগ ৷

দেহ-মোবাইলটি আছে ৷ ইন্টারনেট করা সম্ভব বিশ্বাস জন্মালেই নাস্তিকতা থেকে মুক্তি ৷ এরপর নেট অন অর্থাৎ "যোগ" লাগলো এবং এরপর ফেসবুক হোয়াটসআপের মতো নানানভাবে মনজগতের চর্চা ৷

এর সাথে ব্যায়ামের মাধ্যমে দেহ অর্থাৎ মোবাইলযন্ত্রটিরও যন্ত্রাংশের পরিচর্যা ৷ নানান অভ্যাস মুদ্রা ইত্যাদি ৷

একটা বিষয় মনে রাখতে হবে দেহ যদি হার্ডওয়্যার হয়, অন্তর্চেতনা তাহলে সফটওয়্যার ৷ নিরন্তর জানা এবং সচেতনভাবে এর পরিচর্যার মাধ্যমেই আনন্দ ও শান্তিলাভ জীবনের লক্ষ্য ৷

দেহমনে পরিপূর্ণ শান্তি ও আনন্দের অভ্যাসপ্রাপ্তির প্রাথমিক রহস্য ৷

বন্ধুরা ৷ সৃষ্টি এক মহাকাব্য ৷ কাব্যযোগ জানুন ৷ বিশ্বউষ্ণায়ণ পরিবেশ দূষণ ইত্যাদির মুখোমুখি দাঁড়িয়েও রুখে দাঁড়ানোর মহান কর্তব্যে যুক্ত হয়ে পড়ুন ৷

সবার সবের মঙ্গল কামনা করি ৷

৷৷ শান্তি ৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...