বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

দুঃখ কবির বন্ধু । গোপেশ দে । বাংলা - ৬২৪ । ২০-০৯-২০১৮

দুঃখ কবির বন্ধু
গোপেশ দে

দুঃখ কবির বন্ধু
কেননা দুঃখকে আশ্রয় করেই কবির
বেড়ে ওঠা
কবি দুঃখ না পেলে লিখবে টা কি
শুনি ?
পৃথিবীর গাছে গাছে কত ফুল ফোটে
সাগর মহাসাগরের নীল ফেনা কতটা
সুতিব্র
হয়
সপ্তাশ্চর্য ক্রমে ক্রমে তৈরি হওয়ার
পর ও
কত আশ্চর্য থেকে যায়
কবির বুকে সাতটা মহাসাগরের গর্জন
সর্বদাই ওঠা নামা করে
কত ফুল ফোটে আর লিখে রাখে মলিন
খাতার
পান্ডুলিপি
তার বলার অবকাশ রাখেনা
কবির বিষন্ন চেহারা খুঁজে মরে
সভ্যতার পূঁজ
পৃথিবীর পিরামিডগুলোর ভিতরে
গোলাপ
তারাই ফোটাতে জানে
হলুদ পিচুটি মাখা পথের
শিশুটি সবাইকে ফাঁকি দিলেও
কবিকে দিতে পারেনা
তার অন্তঃচক্ষু গিলে ফেলে হলুদ
পিচুটি
আর সোনার হরফে লেখা থাকে
কবিতা
হ্যালুশিনেশন কি কবির বড় বন্ধু ?
সিজোফ্রেনিয়া ?
কিংবা তিনি কি এস্কেপিস্ট ?
পেসিমিস্ট ?
ওপটিমিস্ট ?
দুঃখই কবির বড় বন্ধু
#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...