আজকের কবিতা
অপেক্ষা
অপাংশু দেবনাথ
------------------------
দৃশ্য পরিবর্তনে লড়াই চলে স্বজনে,সুজনে,
ভাবনার তীর্যক কর্ণারে জ্বলে ছায়াভোর।
এই মায়াবী শহরে,সত্য খুঁজে,
নিজেকেই ভুলে যেতে থাকি।
বেঁচে থাকে কিছু সংগ্রাম ও
পুরনো হালখাতার মতো হিসেব।
সময় ভেঙে পড়া দৃশ্যছবি,
মনে তার রঙ আঁকা থাকে বহুদিন।
ছবির ভেতর অসংখ্য দৃশ্য,
জ্বরকাঁপা ঘর, দীর্ঘ জার্ণির পর
নির্জন মায়াদুপুর।
দৃশ্যের ভেতর বাজে ঘুঙুর,
কানে কার লেগে আছে বেদনা ও জয়চিহ্ন।
আমি সব শিল্পকর্ম মোহনার কাছে রেখে
স্রোতে ভেসে যেতে পারি
যদি ঈশ্বর চিত্রিত করে আমার অসুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন