কাব্যযোগ :: বিবেকাসন
চিন্তাসূত্র: তথ্যপ্রযুক্তি যুগের কবিতা
কবিতা নিরন্তর চিন্তন সৃষ্টি করে ৷ কবিতা যিনি লেখেন, নিরন্তর চিন্তা করতে করতেই লেখেন ৷ যিনি পড়েন, তিনিও চিন্তা করতে করতেই পড়েন ৷
আর ধ্যান হল নিরন্তর চিন্তন সৃষ্টি ৷ তাই কবিতাও এক প্রকার ধ্যানযোগ ৷ কবি মাত্রই যোগী ৷
বিবেকাসন হল নিজের বিবেক পরিচর্যার জন্য নিরন্তর চিন্তন সৃষ্টির বিশেষ প্রক্রিয়া ৷ খুব সহজ ৷ অভ্যাসে চিন্তনের ডাইরেকসন ঠিক রাখা যায় ৷
যে কোনো আসনে অবস্থান করে যে কোনো মুদ্রায় স্থির থেকে নিরন্তর নিজের বিবেকে পজিটিভ চিন্তন জাগ্রত করা ৷ দিনের সূচনায় বিবেক পরিচর্যার জন্য অন্তত ১০ মিনিট বিবেকাসনের অভ্যাসে ব্যক্তিত্ব সুন্দর হয় ৷ দিনের নানান কাজে সফলতা আসে ৷
যোগ-কবিতা লিখেও এই বিবেকের পজিটিভ পরিচর্যা সম্ভব ৷ তাও বিবেকাসনের চলমান পরিচর্যা ৷ অর্থাৎ চিন্তন,দৃষ্টি স্থির থাকলেও কলম চলে ৷ কিন্তু খেয়াল রাখতে হয় যেন লক্ষ্যের বাইরে কোনো ভুলভাল চিন্তনের না অনধিকার প্রবেশ ঘটে ৷
বিবেক-বিপর্যয়ের এই সময়ে আলাদা করে প্রত্যেকেরই এই আসন অভ্যাসে চিন্তনের সিস্টেমে সুস্বাস্থ্য জাগ্রত হয় ৷
ছবি- প্রতীকী
৷৷ শান্তি ৷৷
চিন্তাসূত্র: তথ্যপ্রযুক্তি যুগের কবিতা
কবিতা নিরন্তর চিন্তন সৃষ্টি করে ৷ কবিতা যিনি লেখেন, নিরন্তর চিন্তা করতে করতেই লেখেন ৷ যিনি পড়েন, তিনিও চিন্তা করতে করতেই পড়েন ৷
আর ধ্যান হল নিরন্তর চিন্তন সৃষ্টি ৷ তাই কবিতাও এক প্রকার ধ্যানযোগ ৷ কবি মাত্রই যোগী ৷
বিবেকাসন হল নিজের বিবেক পরিচর্যার জন্য নিরন্তর চিন্তন সৃষ্টির বিশেষ প্রক্রিয়া ৷ খুব সহজ ৷ অভ্যাসে চিন্তনের ডাইরেকসন ঠিক রাখা যায় ৷
যে কোনো আসনে অবস্থান করে যে কোনো মুদ্রায় স্থির থেকে নিরন্তর নিজের বিবেকে পজিটিভ চিন্তন জাগ্রত করা ৷ দিনের সূচনায় বিবেক পরিচর্যার জন্য অন্তত ১০ মিনিট বিবেকাসনের অভ্যাসে ব্যক্তিত্ব সুন্দর হয় ৷ দিনের নানান কাজে সফলতা আসে ৷
যোগ-কবিতা লিখেও এই বিবেকের পজিটিভ পরিচর্যা সম্ভব ৷ তাও বিবেকাসনের চলমান পরিচর্যা ৷ অর্থাৎ চিন্তন,দৃষ্টি স্থির থাকলেও কলম চলে ৷ কিন্তু খেয়াল রাখতে হয় যেন লক্ষ্যের বাইরে কোনো ভুলভাল চিন্তনের না অনধিকার প্রবেশ ঘটে ৷
বিবেক-বিপর্যয়ের এই সময়ে আলাদা করে প্রত্যেকেরই এই আসন অভ্যাসে চিন্তনের সিস্টেমে সুস্বাস্থ্য জাগ্রত হয় ৷
ছবি- প্রতীকী
৷৷ শান্তি ৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন