আলো ডাকে
....................
সৌমিত্র রায়
আলো ডাকে ; তাই ডাকে ; পাখি ;
ওগো কবি ; খোলো খোলো ; আঁখি ;
দাও কথা ; সুর দাও ;
ভাবের গানেতে ;
কী বা যায় ; কী বা আসে ;
কী তার মানেতে ;
পথ খোলা ; পা মেলাও ; হাঁটো ;
পেয়ে যাবে ; হৃদয়ের ; মাঠও ;
'আলো' নিয়ে অবিরাম খেলা ;
তারে খোঁজো ;
তারে বোঝো ;
তিনি আজ ; ভীষণ একেলা ॥
১৬-০৯-২০১৮ ; কলকাতা ; ভোর ৫টা ৪৮ মিনিট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন