বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

চ্যাট মোড ৷ সাদামাটা কথা ৷ বাংলা ৷ ১২-০৯-২০১৮

সাদামাটা কথা
........................
সৌমিত্র রায়

রেডিওটা বাজছে ৷
সকালটা ৷ হাসছে ৷ ফুল ও বেলপাতায় ৷ বাগানে ৷

ঘরে ঢুকছে ৷ আর্তনাদ ৷ কাগজের খবরে ৷ সাতসকালেও~

নিরন্তর প্রতিবাদী~রাগী~ক্রোধী~ যশপ্রার্থী কবিদের ফেসবুক
              ॥
সংবাদ প্রভাবে~
কাতরাচ্ছে কবিতার অক্ষর ; জ্বলন্ত ; অপূর্ব ; অসাধারন ;
কী লিখলি মাইরি ; পাশে আছি ; চালিয়ে যাও ~
                            ) প্রতিবাদ ~ বন্ধনী (
প্রতিষ্ঠান বিরোধী পায়রা,চড়ুই ; বাবুইচরিত্র আওড়াচ্ছে~
প্রতিষ্ঠান প্রভাবে~
                               )
১২-০৯-২০১৮ ৷ মেদিনীপুর ৷ সকাল ৭টা ৫৮
                              (
পঞ্চতত্ত্ব ; শরীর ; ভেতরে বোবাপাখি ~ বকর বকর
মিডিয়া, যশপ্রার্থী কবি, সব একটাই লাইন @ টি আর পি

সংবাদ হইতে সাবধান
যশপ্রার্থী কবি হইতে সাবধান

ফেসবুক ; টিভি-মুখ ; আর্তনাদ প্রিয় ; হে মানুষ, এসো ত্যাগ করি মিডিয়ার মায়া ; চিন্তাকে দূষণমুক্ত রাখি ; প্রতিটি সকালে হোক হাসি ~

হাসি ৷ সকালের ৷ সকলের ৷ ৷৷ আনন্দ ৷৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...