শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

করছো টা কী , ধরবে নাকি ৷ ছড়া ৷ বাংলা-৬০৫ ৷ ০১-০৯-২০১৮

করছো টা কী , ধরবে নাকি
........................................
সৌমিত্র রায়

ধরতে এলেই ; ফসকে যাবো ;
হয়তো পাখি ; নয় জোনাকী ;

খাম-খেয়ালেই ~ উড়বো

আনন্দে গান ~ জুড়বো
জ্বলবো আলো ~ টিম টিম

খেয়ালী বর্ষা ~ রিম ঝিম

খেয়ালখুশি, ঝরবো , ইচ্ছেমতন,
যেখানে খুশি, যখন-তখন,

ধরতে এলেই ! পালিয়ে যাবো !
করছো টা কী ? ধরবে নাকি  ?

ধরার আগেই,
পালিয়ে যাবো,

ধরলেও~ ঠিক ফসকে যাবো~
ফসকে যাবো !
ফসকে যাবো !

হা হা হা....
৷৷ আনন্দ ৷৷
মেদিনীপুর ; ০১-০৯-২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...