শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

তাপস রায় । কবিতা ৷ বাংলা । নবপর্যায়-৬০৫ ৷ ০১-০৯-২০১৮


ভুত ভুতুনির হাওয়াখানি বয়,  জলে লাগে ঢেউ
তাপস রায়

যে আমাকে  দিবানা, করেছে তাকেও তো
ফুসমন্ত্র দিয়েছি  তখনই
ধু ধু গ্রীষ্মের ভেতরে  শিমুলের ধ্বনি
ছুটে  গিয়ে  শূন্যে  শূন্যে যুদ্ধরত
মাঝখানে টাল খায়, ফিক করে হেসে ফেলে কুহক বাতাস

কিছুটা  লুকোই  দেখো, অঙিনা ডিঙিয়ে  পাগল  সন্ত্রাস
রে রে করে,   রক্তারক্তি কারবার তার
জয়ের পেছনেই পরাজয়  ফুটে এমন বাহার
আশশ্যাওলার ঝোপ ডাকে,  তার রাত চাষ
দাঁতে নখে  মধু  মাখামাখি, বিহু মাস প্রান্তরে চন্দ্র ফলায়

টাঁড়ের মাটিতে  যদি বৃষ্টিপাত,  ভাবি,  যদি নদী আঁকা যায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...