সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

রজনীকান্ত সেন এক বিস্মৃতপ্রায় কবি, সঙ্গীতকার, সুরকার ও গায়ক মনোজিৎ কুমার দাস ।বাংলা । নবপর্যায় - ৬০৭ । ০৩-০৯-২০১৮


 রজনীকান্ত সেন এক বিস্মৃতপ্রায় কবি, সঙ্গীতকার, সুরকার গায়ক 
মনোজিকুমার দাস
 (১)
 বাংলা গানের জগতে  রজনীকন্তের গান সমহিমায় সমুজ্জ্বল  রজনীকান্তের গানের গীতিকার কবি রজনীকান্ত সেন (জন্মঃ ২৬ জুলাই, ১৮৬৫  --- মৃত্যু  ১৩ সেপ্টেম্বর, ১৯১০ ) তাঁর বিশেষ পরিচয় তিনি কবি, সঙ্গীতকার, সুরকার গায়ক পঞ্চকবির অন্যতম কবি রজনীকান্ত সেন পঞ্চকবির অপর চার  কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, , কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায় তাঁর লেখা গাওয়া গানগুলোর মধ্যে সাধনতত্ত্ব, দেশাত্ববোধক  হাস্যরসাত্মক অনুষঙ্গ বিশেষভাবে বর্তমান তিনি কান্ত কবি হিসাবে পরিচিত
রজনীকান্ত সেন ১৮৬৫ সালের ২৬ জুলাই  বুধবার  অবিভক্ত বাংলার পাবনা জেলাধীন সিরাজগঞ্জ মহকুমার(বর্তমান সিরাজগঞ্জ জেলা)  বর্তমান বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সেনবাড়িতে জন্মগ্রহণ করেন  পিতা গুরুপ্রসাদ সেন মাতা মনোমোহিনী দেবীর ৩য় সন্তান রজনীকান্ত রজনীকান্তের পিতা গুরুপ্রসাদ সেন একজন দক্ষ সঙ্গীতজ্ঞ হিসেবেও পরিচিত ছিলেন তিনি চারশত বৈষ্ণব ব্রজবুলী কবিতা সঙ্কলনকে একত্রিত করে পদচিন্তামণিমালা নামক কীর্তনগ্রন্থ প্রকাশ করেন এছাড়াও  অভয়াবিহার; গীতিকাব্যের রচয়িতা ছিলেন তাঁর পিতা গুরুপ্রসাদ সেন ওকালতি পাশ করার পর প্রথমে মুনসেফ পরে সাবজজ হন অন্যদিকে ,তাঁর জেষ্ঠতাত গোবিন্দনাথ সেন রাজশাহী কোর্টের উকিল হিসাবে খ্যাত ছিলেন রজনীকান্ত যে পরিবারিক পরিমন্ডলে জন্মগ্রাহণ করেন সেই পরিবারের আদর্শবাদিতা নিষ্ঠাভক্তি সহমর্মিতার কোনটাই অভাব ছিল না পিতা ভক্তিমান, জেষ্ঠতাত হৃদয়বান, মাতা ভক্তিমতি ধর্মপরায়ণা এবং ভাইবোনরা আদর্শবান রজনীকান্ত সেনের মা মনোমোহিনী দেবী বাংলা সাহিত্যের প্রতি বেশ অনুরক্ত ছিলেন তিনি বিষয়ে কিশোর রজনীকান্তের সঙ্গে আলাপ-আলোচনা করতেন এই আলোচনা-পর্যালোচনাই তাঁর ভবিষ্যত জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...