শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

আরো একটি আড্ডার কবিতা ৷ বাংলা ৷ ১৪-০৯-২০১৮

আরো একটি আড্ডার কবিতা
.............................................
সৌমিত্র রায়

কীভাবে দেখছো স্রোত,
কতটা বুঝেছো তুমি
উজানের মানে !

পুকুরের সরু নালা
বর্ষার ইতিহাস
লিখে নিতে জানে ৷

জল থাকে, জলেরই চরিতে
তুমি শুধু তারে বুঝে নিতে
চোখ নয়
যেতে চাও বন্যার স্নানে ৷

উজান তো দূর কথা,
সাঁতারও বোঝোনি তাই
যাও ভেসে
হড়কার বানে !

৭ টা ৩১; পঞ্চুরচক; ১৭-০৮-২০১৮ ৷৷ শান্তি ৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...