হঠাৎ কবিতা ৷৷ মুখ ভার; নাছদরজায়
.................................................
সৌমিত্র রায়
.................................................
সৌমিত্র রায়
মেদিনীপুর; ৩১-০৭-২০১৮; ভোর ৫:৪১ ॥ দরজার ছিটকিনি খুলতেই আমার সদ্যস্নাত মুখমণ্ডল আলোকিত হয়; কেন, আলো কি ছিলো না, এই যে ঘর, নাইট বাল্ব, টিউবলাইট, এরাও তো আলোকিত করে রাখে; তবুও ভোরের আলোয় ওই যে নাম না জানা দুটি পাখির খুনসুঁটি, ওদের ডানায় কিছুটা হলেও কমছে আকাশের মুখ ভার; নাছদরজায় জলের ছড়া দিলেই দরজাও বলে উঠছে 'গুড মর্নিং', ভালো লাগছে; তোমরা আমায় কখন শুভ দিনের শুভেচ্ছা জানাবে; আস্থা চ্যানেল থেকে একটা গেরুয়া প্রবীণ ডানার পালক আমার দুচোখে সুড়সুড়ি দিচ্ছে আজও; চলো, পথে নামি কবি; আনন্দনৃত্যে রাস্তারা মাতোয়ারা হোক; আসছো না, ঘুম কি ভাঙে নি, তবে কি এন্ড্রয়েডের আলো, এখনই ঘুমালো; ওই টাচ ফোন, ওকেও তো বিশ্রাম চাই, ওর রাতজাগা আলো তোমার শ্বাস-দোলনার অদূরে লোভনীয় করে তুলেছে অহেতুক বিষণ্ণতার পিল; তুমি গিলছো, এসো দু-এক ফোঁটা বৃষ্টির সাথে পা-তোলা পা-ফেলার বন্ধুত্ব বাড়াই; বিশ্বাসের বিদ্রুপগুলি না হয় কিছুকাল ডেস্কটপে হিডন ফাইলে গোপন রাখলে; গোপন মনস্তরে কী জানি কী আকর্ষণ আঁকছে বিছানা; দরজার ছিটকিনি ছটফট করে; ঘাসভরা আলপথ খোঁজে তোমার ব্যথাতুর পায়ের অভিমানী ছোঁয়া; আপন কী জেনেছো, কাদের ভুলে থাকছো একজীবনের এতোগুলো সকালে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন