রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৯ । অষ্টম বর্ষ । ২৬-০৮-২০১৮


' আনন্দ সংবাদ' প্রকাশ 

বাংলাদেশ ; ২৬-০৮-২০১৮ ।।  প্রকাশিত হতে চলেছে  অচ্ছুত (সাহিত্য সবার জন্য) গ্রুপ এর নতুন ত্রৈমাসিক রঙিন  ষোলোপাতার আন্তর্জাতিক পত্রিকা' আনন্দ সংবাদ'।দুই বাংলার  হৃদয়ের মেল বন্ধনে পত্রিকার শুভ আত্মপ্রকাশ ঘটবে আগামী মাসে।এই নিমিত্ত সাধারন সাহিত্য সভা অনুষ্ঠিত হবে ৭/১০/১৮  বাংলাদেশ ঢাকায় বিশ্ব বাংলা কেন্দ্রের দোতলার ভি আই পি সেমিনার হলে।এবং ভারতে কলকাতায় ২৯+৩০/১/১৯ তারিখে দুই বাংলার মেল বন্ধনে বাংলা একাডেমি ও হোটেল হাজার দুযারীর উৎসব কক্ষে সাহিত্য সভা,কবিদের আড্ডা ,কবিতা পাঠ এসব চলবে মিলন অনুষ্ঠানে । প্রিয় পাঠক ও শুভ্যনুধ্যায়ীরা  থাকছেন আমাদের সাথে।নবীন লেখক ও কবিদের সাথে থাকছেন অগ্রজ কবি ও গবেষকদের লেখা ও উপস্হিতি । Nirmalendu Goon Poetlord, Prakritoj Shamimrumi Titonprakritoj, সাহিত্য গবেষক Manahi Kritaniya,কবিতা গবেষক Alok Biswas,দিব্যনয়ন পত্রিকা, কবি Panjab Biswas  চ্যানেল 4ও Probondho Rochona র সম্পাদক সদরুল আইন ও আরো বিশিষ্ট ও গুনীজন । সম্প্রতি পত্রিকার অন্যতম ব্যক্তিত্ব অগ্নিশিখা আরিয়া এই তথ্য জানিয়েছেন । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...