কলেজস্ট্রিটে বিশেষ প্রদর্শনী ১-৪ আগস্ট
কলকাতা ; ৩০-০৮-২০১৮ ।। লিটল ম্যাগাজিন ও মুদ্রণকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হল কলকাতার কলেজস্ট্রিটে । কবি সুস্নাত চৌধুরী আয়োজন করেন এই প্রদর্শনীর । মুদ্রণ কৌশল, কুশল, প্রকরণ, ইতিহাস, ঐতিহ্য, নান্দনিকতা নিয়ে এই প্রদর্শনী গত বছর ২০১৭ সালের অক্টোবরে এক কর্মশালা অনুষ্ঠিত হয় হুগলি উত্তরপাড়ায় । তার ধারাবাহিক প্রদর্শনী এই আয়োজন এই প্রদর্শনী চলে ১-৪ আগস্ট ২০১৮ পর্যন্ত কলেজ স্ট্রিটে । পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই প্রদর্শনীর প্রশংসা করেছেন ।
ফটো~ মনিরুল মনির
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন