বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-৪ । ১৫-০৮-২০১৮ ।



কলকাতা // বই-চিত্র-এ পত্রিকা ও বই প্রকাশ 

কলকাতা ; ১৫-০৮-২০১৮; আই-সোসাইটি নিউজ ।। গত ২৮ জুলাই কলকাতার বিখ্যাত কফিহাউসে তবুও প্রয়াস' প্রকাশনী-র উদ্যোগে একটি সাহিত্য-সন্ধ্যার আয়োজন করা হয় । প্রকাশিত হয় পত্রিকাটির উৎসব সংখ্যা ২০১৮ । হয় কবিতাপাঠ । প্রকাশিত হয় মুহম্মদ মতিউল্লাহ-এর  প্রবন্ধের বই 'মেধাবী বন্ধুত্ত্বঃ জীবনানন্দ - বুদ্ধদেব । বইটির  আনুষ্ঠানিক প্রকাশ করলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ শারীরিক অসুস্থতায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি লেখক । সোশ্যাল মিডিয়ায় প্রকাশ " জীবনানন্দ ও বুদ্ধদেব বসু- দুই কবির বেড়ে ওঠা, ক্রম পরিণতি- দুই অসমবয়সী কবির বন্ধুত্বের নানা দিক সমকালের তথ্যের ভিত্তিতে তুলে ধরেছেন কবি ও প্রাবন্ধিক ড.মুহম্মদ মতিউল্লাহ্।' তবুও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে অসামান্য লেখার পাশাপাশি রয়েছে জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর কিছু আলোকচিত্র, 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', কবিতা পত্রিকার 'জীবনানন্দ স্মৃতি সংখ্যা', 'এক পয়সায় একটি' ইত্যাদির প্রথম সংস্করণের প্রচ্ছদ, জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর চিঠিপত্র। " 





বাংলাদেশ // বেনাপোল সাহিত্য পরিষদ  -এর আয়োজনে  কবিতা উৎসব -২০১৮

বাংলাদেশ ; ১৫-০৮-২০১৮; আই-সোসাইটি নিউজ ।।গত ৩ আগস্ট " বেনাপোল সাহিত্য পরিষদ " -এর আয়োজনে " কবিতা উৎসব -২০১৮" অনুষ্ঠিত হল বাংলাদেশে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ইউসুফ আউলিয়া । কবি ফাহিম ফিরোজকে  সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ কবি শারিয়ার সোহেল কবি সাইফুদ্দিন সাইফুল আরো অন্যান্য গুণীজন।




।। শান্তি ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...