রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

জাতিসংঘের মহাসচিব কফি আনান-এর দেহাবসান

জাতিসংঘের মহাসচিব কফি আনান-এর দেহাবসান হল শনিবার ৷ তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর ৷ গভীর শ্রদ্ধা জানাই ৷ ৷৷ শান্তি ৷৷




কফি আনান

কফি আনান ৷ জন্ম এপ্রিল ৮১৯৩৮ - মৃত্যু আগস্ট ১৮২০১৮ঘানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব। খ্রিস্টান ধর্মালম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। আন্নান এবং জাতিসংঘ যৌথভাবে ২০০১ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি দা এল্ডারস এর ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন যার প্রতিষ্ঠাতা ছিলেন নেলসন ম্যান্ডেলা
কফি আনান
Kofi Annan

৭ম জাতিসংঘের মহাসচিব
কাজের মেয়াদ
১ জানুয়ারি ১৯৯৭ – ৩১ ডিসেম্বর ২০০৬
ডেপুটিLouise Fréchette
Mark Malloch Brown
পূর্বসূরীবুত্রোস বুত্রোস গালি
উত্তরসূরীবান কি মুন
জাতিসংঘ এবং সিরিয়া আরব লীগের দূত
কাজের মেয়াদ
২৩ ফেব্রুয়ারি ২০১২ – ৩১ আগষ্ট ২০১২
Secretary Generalবান কি মুন (ইউএন)
Nabil Elaraby (AL)
পূর্বসূরীপদ সৃষ্ট
উত্তরসূরীLakhdar Brahimi
ব্যক্তিগত বিবরণ
জন্ম৮ এপ্রিল ১৯৩৮ (বয়স ৮০)
কুমাসিগোল্ড কোস্ট
(বর্তমানে কুমাসিঘানা)
মৃত্যু১৮ আগস্ট ২০১৮ (৮০ বছর)
বের্নসুইজারল্যান্ড
জাতীয়তাGhanaian
দাম্পত্য সঙ্গীটিটি আলাকিযা (1965–late 1970s)
Nane Lagergren (1984–present)
সন্তানKojo
Ama
Nina
প্রাক্তন ছাত্রKwame Nkrumah University of Science and Technology
Macalester College
University of Geneva
MIT Sloan School of Management
ধর্মপ্রোটেস্ট্যান্ট[১]
স্বাক্ষর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...