জাতিসংঘের মহাসচিব কফি আনান-এর দেহাবসান হল শনিবার ৷ তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর ৷ গভীর শ্রদ্ধা জানাই ৷ ৷৷ শান্তি ৷৷
কফি আনান
কফি আনান ৷ জন্ম এপ্রিল ৮, ১৯৩৮ - মৃত্যু আগস্ট ১৮, ২০১৮) ঘানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব। খ্রিস্টান ধর্মালম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। আন্নান এবং জাতিসংঘ যৌথভাবে ২০০১ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি দা এল্ডারস এর ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন যার প্রতিষ্ঠাতা ছিলেন নেলসন ম্যান্ডেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন