🜌 ১৭ আগস্ট ২০১৮, ৩১ শ্রাবণ ১৪২৫। শুক্রবার। 🜋 সূর্যোদয় ৫টা. ১৭। সূর্যাস্ত ৬টা. ৭
শ্রদ্ধাঞ্জলি~
জন্মদিবস – উইলিয়াম কেরী ।
১৭৬১ সালের আজকের দিনে ইংল্যান্ডের
নর্দাম্পটনশায়ারে আজকের দিনে উইলিয়াম কেরী জন্ম গ্রহণ করেন। বাংলায় গদ্যপাঠ্য পুস্তকে প্রবতক ছিলেন তিনি। ১৭৯৩ সালে ভারতে আসেন। বই ছাপার দেশী হরফ স্থাপন করেন ১৭৯৭ সালে। ১৮ মার্চ পঞ্চানন কর্মকারের
সহায়তায় মঙ্গলসমাচার মতীয়ের রচিত গ্রন্থে প্রথম পাতা বাংলায় ছাপেন। প্রথম এই বাংলা গদ্যগ্রন্থে
জনক হিসাবে তিনি চিরস্মরণীয়। আজকের দিনে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন