গন্তব্য
দেবাশিস কোনার
বাঁশিতে ফুঁ দিয়ে যেমন ছোটে ফুটবল খেলার মাঠে
যার জানালা যেমন বাতাস তেমন আসে যায়
কি করে যাব অকুস্থলে ভাবছি আর ঘাসের ওপর
বসে থাকা আমার দিকে নজর দিচ্ছে শকুন্তলা
মোহমুগধ আমাকে ভাসিয়ে দেয় জলের আস্তরনে
বদ্ধমূল ধারণা পাল্টে যায় সোনার দিন ধরে রাখা
হয়তো বা সাংকেতিক এই পৌঁছানো সাজানো বাগানে।
দেবাশিস কোনার
বাঁশিতে ফুঁ দিয়ে যেমন ছোটে ফুটবল খেলার মাঠে
যার জানালা যেমন বাতাস তেমন আসে যায়
কি করে যাব অকুস্থলে ভাবছি আর ঘাসের ওপর
বসে থাকা আমার দিকে নজর দিচ্ছে শকুন্তলা
মোহমুগধ আমাকে ভাসিয়ে দেয় জলের আস্তরনে
বদ্ধমূল ধারণা পাল্টে যায় সোনার দিন ধরে রাখা
হয়তো বা সাংকেতিক এই পৌঁছানো সাজানো বাগানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন