আবৃত্তির কবিতা
শীবু শীল শুভ্র
কবিতা: অহনার চিঠি (১৭)
------------------------♥♥♥--- ----------------
কবিতা: অহনার চিঠি (১৭)
------------------------♥♥♥---
পত্রময় জ্বালাতন চঞ্চল মনে করিয়া স্মরণ
অহনা লিখেছে চিঠি তার মনের মতন!
পড়েছি চিঠি যাহা, ছন্দময় লেখার ভাষা
বনমালী হয়ে বুঝেছি, তোমার সুপ্ত লেখা।
অহনা লিখেছে চিঠি তার মনের মতন!
পড়েছি চিঠি যাহা, ছন্দময় লেখার ভাষা
বনমালী হয়ে বুঝেছি, তোমার সুপ্ত লেখা।
চোখের কোনের জলে, পুরোনো সেই দিন-গুলি
ঘূণে ধরেছে মোর, অসমাপ্ত কথার বুলি!
অহনা তোমার কথা, ভাবিয়া আপন মনে
ফেলে আসা দিন-গুলি, মনে পড়ে নির্জনে?
ঘূণে ধরেছে মোর, অসমাপ্ত কথার বুলি!
অহনা তোমার কথা, ভাবিয়া আপন মনে
ফেলে আসা দিন-গুলি, মনে পড়ে নির্জনে?
সময়ের কাছে হারিয়েছি, চোখের কিছুটা দৃষ্টি
অহনা তোমার চিঠিগুলো, সাদা-কালো জীবনের সৃষ্টি!
সময়ের কাছে অসহায়, থেকে ও যেন-নেই
তুমিই সুখি অহনা, পরপারে গিয়েছো যেই।
অহনা তোমার চিঠিগুলো, সাদা-কালো জীবনের সৃষ্টি!
সময়ের কাছে অসহায়, থেকে ও যেন-নেই
তুমিই সুখি অহনা, পরপারে গিয়েছো যেই।
তোমার শ্বশানের পাশে, অনেকক্ষণ রয়েছি বসে
স্মৃতি-তে তুমি অহনা, সারাক্ষন থাকো পাশে!
তুমি নেই অহনা, হয়তো আর বাঁচবো-না?
আমি ও আসতেছি, ধরাধামে আর থাকবো-না।
স্মৃতি-তে তুমি অহনা, সারাক্ষন থাকো পাশে!
তুমি নেই অহনা, হয়তো আর বাঁচবো-না?
আমি ও আসতেছি, ধরাধামে আর থাকবো-না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন