ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক
বাংলাদেশ ; ২৪-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১১ আগস্ট বাংলাদেশের ' কিশোরগঞ্জ ছড়াকার সংসদের' ৩৪ বছর পূর্তি উপলক্ষে ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক সম্মাননা দেওয়া হল । কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হল বলে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন ।
বাংলাদেশ ; ২৪-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১১ আগস্ট বাংলাদেশের ' কিশোরগঞ্জ ছড়াকার সংসদের' ৩৪ বছর পূর্তি উপলক্ষে ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক সম্মাননা দেওয়া হল । কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হল বলে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন