বই প্রকাশ অনুষ্ঠান চিত্তরঞ্জনে
বর্ধমান ; ১৯-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। ১২ অগাস্ট বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অনুষ্ঠিত হল একটি কবিতা সন্ধ্যা । নয়ের দশকের কবি অমিত নাথের চতুর্থ কবিতার বই প্রকাশ উপলক্ষে কবিতা পাঠের আসর, কবিতা নিয়ে কথাবার্তা। কবিতা নিয়ে আলোচনায় ছিলেন সুব্রত সরকার, অমিত সরকার, অলোক বিশ্বাস , বিকাশ গায়েন, বাসুদেব মন্ডল, পার্থপ্রতিম আচার্য প্রমুখ। তরুণ কবিরা কবিতা পড়লেন। বাচিক শিল্পীরা আবৃত্তি করলেন । গানে কবিতায়, আলোচনায় আবৃত্তিতে বেশ জমজমাট অনুষ্ঠান। চিত্তরঞ্জনে বাসন্তী ইনস্টিটিউটে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই কবিতার আসর। প্রকাশিত হলো অমিত নাথের চতুর্থ কবিতার বই--- গহরজানের খোঁজে।
বর্ধমান ; ১৯-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। ১২ অগাস্ট বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অনুষ্ঠিত হল একটি কবিতা সন্ধ্যা । নয়ের দশকের কবি অমিত নাথের চতুর্থ কবিতার বই প্রকাশ উপলক্ষে কবিতা পাঠের আসর, কবিতা নিয়ে কথাবার্তা। কবিতা নিয়ে আলোচনায় ছিলেন সুব্রত সরকার, অমিত সরকার, অলোক বিশ্বাস , বিকাশ গায়েন, বাসুদেব মন্ডল, পার্থপ্রতিম আচার্য প্রমুখ। তরুণ কবিরা কবিতা পড়লেন। বাচিক শিল্পীরা আবৃত্তি করলেন । গানে কবিতায়, আলোচনায় আবৃত্তিতে বেশ জমজমাট অনুষ্ঠান। চিত্তরঞ্জনে বাসন্তী ইনস্টিটিউটে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই কবিতার আসর। প্রকাশিত হলো অমিত নাথের চতুর্থ কবিতার বই--- গহরজানের খোঁজে।
আই-সোসাইটি ।বাংলা
www.dainikbangla.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন