আজ শনিবার । আই-সোসাইটি দিবস ।
🜌 ১৮ আগস্ট ২০১৮, ১ ভাদ্র ১৪২৫। শনিবার ।
🜊 সূর্যোদয় ৫টা. ১৭। সূর্যাস্ত ৬টা. ৬।
🜉 প্রয়াণ দিবস - হুমায়ুন কবির।
লেখক শিক্ষাবিদ ও রাজনীতি হুমায়ুন কবির –এর পুরো হুমায়ুন জহীরুদ্দীন
আমীর –ই –কবির এর জন্ম ১৯০৬ সালের ফরিতপুরের এক গ্রামে। কল্লোল পরিচয় পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। চতুরঙ্গ নামে পত্রিকাটির সূচনা করেন বুদ্ধদেব বসুকে সাথে
নিয়ে। তিনি ছিলেন রবীন্দ্র অনুসারী কবি। দেশিকোত্তম পুরস্কার পান। ১৯৬৯ সালের আজকের দিনে তিনি
প্রয়াত হন। আই-সোসাইটির পক্ষ থেকে আজ তাঁর প্রয়াণ দিবসে জানাই
বিনম্র শ্রদ্ধা।
আজ শনিবার । আই-সোসাইটি দিবস । সবাইকে শুভেচ্ছা জানাই । ।। শান্তি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন