সম্পর্ক
গৌতম কুমার গুপ্ত
ভেসে বেড়াচ্ছে এক গোপন
অদৃশ্য চুল সোনায় সোহাগা
কেউ ক্লান্ত নয়, নির্মেদ ভাষা
বীজত্বকের তথ্য জেনেছে কেউ
মগজে শিরোনাম ধেয়ে আসে
কাগুজে চাষবাস
স্বর্ণ মোহে দক্ষ কারিগর
এই স্রোতে নামধাম বিরোধাভাস কিছু
চলিষ্ণু জায়মান সফল
অবরোধ খুলেছে আজ গোপন পালকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন