বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

শ্রদ্ধাঞ্জলি ৷ বাংলা ৷ কবি নিত্য মালাকার-এর দেহাবসান

কবি নিত্য মালাকার-এর দেহাবসান

কোচবিহার ; ১৬-০৮-২০১৮ ; আই-সোসাইটি // গত ১ আগস্ট কোচবিহারে প্রয়াত হলেন কবি নিত্য মালাকার । কোচবিহার এম যে এন হাসপাতালে সকালে তাঁর দেহাবসান ঘটে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর । ১৯৪৭ সালের ১৮ আগস্ট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ভদ্রঘাটে জন্মেছিলেন তিনি । কৈশোর আর যৌবন কাটে নবদ্বীপে। এরপর কর্মসূত্রে বাসিন্দা হন কোচবিহারের মাথাভাঙ্গার । তাঁর প্রথম কবিতার বই ‘সূত্রধারের স্বগতোক্তি’ প্রকাশিত হয় ১৯৮৮ সালে । মানসাঁই-সুটঙ্গা তীরের এই জনপ্রিয় কবি তাঁর ‘অন্ধের বাগান’ বইটির প্রবেশক রচনায় লিখেছিলেন, ‘সব ভালো কবিতাই পূর্বজরা লিখে গেলেন বলে আমি আর ও-পথে গেলাম না আজ ।' তাঁকে শ্রদ্ধা জানান বাংলার সাহিত্য-সংস্কৃতি মহলের বিশিষ্ট জনেরা । ।। শান্তি ।।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...