আজকের কবিতা বিভাগে থাকছে আটপৌরে কবিতা
সৌরভ ঘোষ
মিশেল
সৌরভ ঘোষ
মিশেল
রথ।পথ।নদী
<পদার্থ>
ধর্ম কর্ম গতির মিশেল।
~~~~~~~~~~~~~~~
চির বন্দী
ধর্ম।কর্ম।নীতি
<অমোঘ>
তবু চিরকার বাক্সে বন্দী
~~~~~~~~~~~~~~~~~
দরকার
মাটি। বাতাস।গাছ
<বাস্তুতন্ত্র >
বাঁচিয়ে রাখা খুব জরুরী
~~~~~~~~~~~~~~~~
পবিত্র সম্পর্ক
তুমি।আমি।মাটি
<একাত্ম >
নিষ্পাপ ফুলের পবিত্র সম্পর্ক
~~~~~~~~~~~~~~~~~~
ইতিহাস
নর।নারী।প্রেম
<প্রবাহী >
যুগের ইতিহাস উলঙ্গ সাক্ষী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন