সুকান্ত ভট্টাচার্য
রবীন্দ্রোত্তর যুগে বিপ্লবী
তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীনতা পত্রিকার কিশোর সভা বিভাগের
প্রতিষ্ঠাতা ও সম্পাদনা। কমিউনিস্ট পার্টি সক্রিয় সদস্য
এই কবি। ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে আকাল নামে দুর্ভিক্ষ
বিষয়ক কাব্যসংকলন সম্পাদনা করেন। তিনি ছিলেন ছন্দ সচেতন কবি। প্রথম কাব্যসংকলন ‘ছাড়পত্র’ প্রকাশিত হয় মৃত্যুর ঠিক পরেই। গীতি কবিতা, গান ও ছড়াও লিখেছেন। যক্ষ্মা রোগে অকালে প্রয়াত হন ১৯৪৭ সালে। আজকের দিনে আই-সোসাইটির পক্ষ থেকে তাঁর জন্মদিনে জানাই বিনম্র
শ্রদ্ধা।
সৈয়দ ওয়ালীউল্লাহ্
অধুনা বাংলাদেশে চট্টগ্রামের
একটি গ্রামে ১৯২২ সালের ১৫ আগস্ট কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্ জন্মগ্রহণ করেন। প্রথম উপন্যাস ‘লালসালু’ এবং এটি তাঁর সেরা বলে পরিচিত। এছাড়াও আরো কিছু উপন্যাস গল্পসংকলন
নাটক ইত্যাদি লেখেছেন। চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো তাঁর উল্লেখযোগ্য
উপন্যাসগুলির মধ্যে পড়ে। ১৯৭১ সালে তাঁর দেহান্তর হয় । আই-সোসাইটির পক্ষ থেকে আজ তাঁর জন্মদিনে জানাই বিনম্র
শ্রদ্ধা।
গিরিশচন্দ্র সেন
আরবি, ফারসী ও উর্দু ভাষায় সুপণ্ডিত
গিরিশচন্দ্র সেন ১৯১০ সালের আজকের দিনেই ১৫ আগস্ট প্রয়াত হন। তিনি ছিলেন কেশবচন্দ্র সেনের
শিষ্য। বাংলা ভাসায়ই প্রথম সম্পূর্ণ কোরান অনুবাদের কৃতিত্ব তাঁরই। উত্তরকালে মহিলা নামেই একটি
পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা করেছেন। তাঁর দেহান্তর দিবসে আই-সোসাইটির পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাই।
হরিনাথ দে
বহুভাষাবিদ্, গবেষক ও অনুবাদক হরিনাথ দে
মাত্র ৩৪ বছর বয়সে ১৯১১ সালে আজকের দিনে পরলোক গমন করেন। প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিয়ান
এডুকেশন সার্ভিস –এ যোগ দিয়ে অধ্যাপক পদে চাকরিজীবন শুরু, পরে ইম্পিরিয়াল লাইব্রেরির (ন্যাশনাল লাইব্রেরির ঔপনিবেশিক নাম) প্রথম ভারতীয় গ্রন্থাগারিক নিযুক্ত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন