বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৬, অষ্টম বর্ষ, সংখ্যা-৯, পোস্ট-১, ২৩-০৮-২০১৮, দেবার্ঘ সেন-এর কবিতা

 দেবার্ঘ সেন-এর কবিতা

(৪)

সংশোধন সূত্র

এসো,
তুমিও সেই ভুলটাই করো
আমিও যে ভুলটা করলাম।

তারপর দুজন দুজনের ওপর রাগ না করে
যে যার নিজের ওপর রাগ করি।

খুঁজে নি অনুশোচনার বই পড়ে
সংশোধন সূত্র।

সেই সূত্রও যদি অকৃতকার্য হয়,
তবে জেনে রেখো ;
আমরা কোনওদিনও একে অপরকে
এতটুকুও ভালোবাসতে পারিনি।

কেবলই ছু্ঁতো খুঁজেছি 
ফাঁকা ঘরের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...