দেবার্ঘ সেন-এর কবিতা
(৩)
আক্ষেপ
আক্ষেপ প্রকার বলে কিছু নেই,
আসলে সবটাই আক্ষেপ।
যখন তুমি এক জিবি নেট ব্যালন্স পেয়ে দিনের শেষে দেখো
মাত্র একশ এমবি ব্যবহার করেছো, তখন আক্ষেপ হয় বাকিটা ব্যবহার করতে না পারার।
আবার যখন দিনের মাঝামাঝি সময় এসে দ্যাখো
মাত্র একশ এমবি পড়ে আছে
তখনও আক্ষেপ হয় এটা ভেবে যে
বাকী দিনটা কিভাবে চলবে।
আসলে সবটাই আক্ষেপ।
আক্ষেপ প্রকার বলে কিছু নেই,
আসলে সবটাই আক্ষেপ।
যখন তুমি এক জিবি নেট ব্যালন্স পেয়ে দিনের শেষে দেখো
মাত্র একশ এমবি ব্যবহার করেছো, তখন আক্ষেপ হয় বাকিটা ব্যবহার করতে না পারার।
আবার যখন দিনের মাঝামাঝি সময় এসে দ্যাখো
মাত্র একশ এমবি পড়ে আছে
তখনও আক্ষেপ হয় এটা ভেবে যে
বাকী দিনটা কিভাবে চলবে।
আসলে সবটাই আক্ষেপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন