মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৪, অষ্টম বর্ষ, সংখ্যা-৭, পোস্ট-১, ২১-০৮-২০১৮, দেবার্ঘ সেন-এর কবিতা

দেবার্ঘ সেন-এর কবিতা

(২)

স্ক্যান

আমার বুকে প্লাস্টিকের প্যাকেট এসে
জড়ো হচ্ছে নর্দমার মত।

নিষ্কাশন সূত্র আবিষ্কৃত ;
কিন্তু প্রয়োগ করার স্বাধীণতা নেই।

তাই,
গলা দিয়ে স্বর না উঠে আসা বক্ষে
ব্যবসা করার আগে -

নিদেনপক্ষে, একবার তো...
রেটিনা স্ক্যান হোক।



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...