দেবার্ঘ সেন-এর কবিতা
(১)
একটি ঘোষণা
যদি কাল বলে কিছু না থাকতো
তবে মৃত্যুভয় থাকতো না।
তবে বাঁচার সচেতনতা থাকতো না...
থাকতো না খিদে।
থাকতো না, কথা বলার ইচ্ছেটুকুও।
কাল আছে বলেই বেঁচে থাকার প্রতিশ্রুতি
জুগিয়ে যায় মন ;
কাল আছে বলেই
ভরসা জন্ম নিয়েছে মা'য়ের কোলে।
কাল আছে বলেই ভয় পেয়েছে
সমগ্র জাতি।
কাল আছে বলেই গবেষক অক্লান্ত পরিশ্রমকে
প্রেম আখ্যায় করেছেন ভূষিত।
যে অর্থে তুমি উচ্চস্বরে দাবী করেছো
কাল নেই বলে...
সেটাও কিন্তু কাল আছে বুঝতে পেরেছো বলেই।
আর বুঝতে পারা থেকেই তো উঠে আসে
স্বীকার বা অস্বীকার বোধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন