রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯২ । অষ্টম বর্ষ । সংখ্যা-৫ । ১৯-০৮-২০১৮ । গৌতম কুমার গুপ্ত

নক
..........................................
গৌতম কুমার গুপ্ত


কেউ কড়া নেড়ে জাগিয়েছে ঘুম
ভাঙে নি অনিচ্ছা; দুচোখ বিষাদ মাখা,
পাথরের শবদেহে আমি একা রাত
ছায়া খুলে উঠে যাই দরোজার কাছে।

কই? কেউ নেই। কোথায়?
ঝুমঝুম নিঝুম জোনাকি কতিপয়
চোখে নামে হু হু নিরালা সময়
ছায়াগন্ধ মেখে শরীরী অবকাশ।

দূরে বাজে ভোঁ বিজন পৃথিবী
হৃদয়ে কিসের দোলা নিরুদ্দেশ খোঁজে
ভেসে ওঠে আগামী পথ ঠিকানা কার
কে এসে দাঁড়ায় চুপিচুপি নির্জনে।

শুরু হয় কড়া নাড়া বুকের গভীরে
জেগে আছো যদি শরীরে এসে দ্যাখো
কে কড়া নাড়ে? ফিরে যায় টুকরো হাওয়া।

জানি আমার নিরুদ্দেশে অাজো
অনবরত কড়া নেড়ে চলেছে কেউ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...