আটপৌরে কবিতা, আজকের কবিতা
নীলিমা সাহা
বিনোদবিহার
পথ । পথিক ।পথিকার
< ভ্রমণ >
অন্তহীন যাত্রার রহস্য দুর্জ্ঞেয়
বিন্যস্ত যাপন
দহন । ব্যাধি । দীর্ঘশ্বাস
< বিরহ >
খুলে দিচ্ছে নীল ব্যথা
অদৃশ্য বাস্তব
মন । স্বপ্ন । ইচ্ছা
...ছুটছে ...
ট্রাফিক সিগন্যালেও অদ্ভুত চালক
সহজ ভাবনা
ঘর। শান্তি । সুখ
< জীবন >
দেব-তা,যা আমার
চলচ্ছবি
বৃষ্টি। নদী । ঢেউ
... পাঁচালি ...
যাপিত জীবন@মেঘলা আকাশ
বিনির্মাণ
ছুঁচ । সুতো। আমি
< সম্পর্ক >
সেই থেকে সেলাই করছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন