Bangla
English
Translate message
Turn off for: Bangla
আজকের কবিতা
স্পষ্ট করো নির্দেশিকা৷ প্রসাদ রায়
নিজেকে কথামালা পড়ি৷
এক এক পাতা মুখস্থে আসে অভ্যেসে,শিকড়ে
চুঁইয়ে নামে জল,মাথা তোলে নিমতরু;
অভিধা সম্পন্ন হয় প্রত্যহ৷
বোধে শব্দগুলো জানান দেয়
আস্থাজ্ঞাপক,তা থেকে
অর্জিত আলো ছড়িয়ে দিই অন্ধকারে_
তুমিও প্রসন্ন বুঝি
স্পষ্ট করো নির্দেশিকা,
অভিমুখ লক্ষ্যপথে মাইলফলক
সম্ভবনাময়;
যাপন থেকে নৈরাশ্য তখন,অপসৃতছবি৷
নিজেকে কথামালা পড়ি৷
এক এক পাতা মুখস্থে আসে অভ্যেসে,শিকড়ে
চুঁইয়ে নামে জল,মাথা তোলে নিমতরু;
অভিধা সম্পন্ন হয় প্রত্যহ৷
বোধে শব্দগুলো জানান দেয়
আস্থাজ্ঞাপক,তা থেকে
অর্জিত আলো ছড়িয়ে দিই অন্ধকারে_
তুমিও প্রসন্ন বুঝি
স্পষ্ট করো নির্দেশিকা,
অভিমুখ লক্ষ্যপথে মাইলফলক
সম্ভবনাময়;
যাপন থেকে নৈরাশ্য তখন,অপসৃতছবি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন